Kolkata

সারদা চার্জশিটে নেই কুণাল ঘোষের নাম

Published by
News Desk

সারদা মামলার সিবিআই চার্জশিটে নাম নেই কুণাল ঘোষের! বিধাননগর আদালতে জমা দেওয়া এই চার্জশিটে সুদীপ্ত সেন বা দেবযানী মুখোপাধ্যায়ের নাম থাকলেও কুণাল ঘোষের নাম দেখতে পাওয়া যায়নি। যদিও অভিযোগ থেকে এখনই কুণালবাবু রেহাই পাচ্ছেন এমন কথাও বলেনি সিবিআই। কারণ সিবিআই আদালতকে জানিয়েছে চার্জশিট জমা পড়েছে। কিন্তু তদন্ত বন্ধ হয়নি। তদন্ত তদন্তের মতই চলবে। কেন কুণালবাবুর নাম চার্জশিটে নেই তা পরিস্কার না হলেও, এই খবর যে তৃণমূলের দল থেকে সাসপেন্ড হওয়া এই সাংসদের জন্য সুখের খবর তা নিয়ে কোনও দ্বিমত নেই।

 

Share
Published by
News Desk

Recent Posts