Mythology

কালাশৌচ বা রজঃস্বলা অবস্থায় কুম্ভ স্নানের বিধিনিষেধ – শিবশংকর ভারতী

অতি প্রয়োজনীয় এই তথ্যটি নিজে জানুন, শেয়ার করে বাকিদের জানান। নিজে কুম্ভে না গেলেও অবহেলা করবেন না।

Published by
Sibsankar Bharati

সাধু সন্ন্যাসী মহাপুরুষ ও গৃহীদের অমৃত প্রাপ্তির মেলা হয় কুম্ভমেলা। ভারতের চারটি স্থানে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। পূর্ণকুম্ভ ও অর্ধকুম্ভ স্নানের ফললাভ একই।

কুম্ভযোগে স্নানে ফললাভের কথায় পুরাণ বলেছেন, ‘কার্তিকে সহস্র বার, মাঘ মাসে শতবার গঙ্গাস্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফললাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞে যে ফললাভ হয়, লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফললাভ হয়, একবার কুম্ভ স্নানেই তা পাওয়া যায়।’

কুম্ভমেলায় গৃহীদের স্নানের কোনও নিয়ম নেই। কালাশৌচ বা যেকোনও শুভ অশৌচেও কুম্ভস্নানের ফললাভ একই হয়। মেয়েদের কোনও শুচি অশুচি নেই। — ছবি – শিবশংকর ভারতী

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts