Kolkata

বঙ্গ বিজেপিতে বড় ধাক্কা, রথযাত্রায় নেই কুমার শানু

Published by
News Desk

২০১২ সালে বেশ ঢাকঢোল পিটিয়েই বিজেপিতে যোগ দেন কিংবদন্তি গায়ক কুমার শানু। সেই কুমার শানুই এবার বড় ধাক্কা দিলেন বঙ্গ বিজেপিকে। রথযাত্রার জন্য যখন বাংলায় বিজেপি নেতা কর্মীরা উজ্জীবিত, তখন কুমার শানু সাফ জানিয়ে দিলেন তিনি রথযাত্রায় অংশ নিচ্ছেন না। তাঁর নাম রথযাত্রার সঙ্গে যুক্ত করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। শানু জানান, তাঁর নাম রথযাত্রার তালিকায় যুক্ত করার আগে তাঁকে একবার জানানো উচিত ছিল। কলকাতার মানুষ তাঁকে ভালবাসেন। তাই রথযাত্রায় তিনি অংশ নিচ্ছেন না।

এদিন কুমার শানু পরিস্কার জানিয়ে দেন, তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন ভেবেছিলেন তাঁর গানের স্কুলগুলি তাতে লাভবান হবে। কিন্তু পরবর্তীকালে তিনি কোনও সাহায্য পাননি। তাই তিনি বারবারই পরিস্কার করে দিয়েছেন তিনি বিজেপির সদস্য নন। তিনি কোনও রাজনৈতিক দলেরই সদস্য নন। যদিও কুমার শানুর এই বক্তব্য মানতে নারাজ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানান কুমার শানু এখনও বিজেপি সদস্য। আর দল চায় তিনি রথযাত্রায় আসুন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts