World

কুলভূষণের মামলা লড়লে ফল ভুগতে হবে, ফতোয়া লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের

Published by
News Desk

কুলভূষণ যাদবের পক্ষে মামলা লড়লে ফল ভাল হবে না। দেশের আইনজীবীদের রীতিমত এই ভাষায় হুমকি দিল লাহোর হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। যদি কেউ এই হুমকি অগ্রাহ্য করে কুলভূষণের মামলা লড়েন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে ‘র’-এর এজেন্ট তকমা দিয়ে তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে পাক সেনা। এর বিরুদ্ধে ক্রমশ চাপ বাড়াচ্ছে ভারত। তারপরই শুক্রবার এমন এক ফতোয়া জারি করল লাহোর হাইকোর্ট।

এদিকে কুলভূষণ যাদব প্রসঙ্গে এদিন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বোম্বাওয়ালে দেখা করবেন পাক বিদেশ সচিবের সঙ্গে। যদিও পাক সেনা যাদবের মৃত্যুদণ্ড নিয়ে অনড়। পাক সেনার তরফে সাফ জানানো হয়েছে, কুলভূষণের ফাঁসি নিয়ে কোনও আপস করবে না তারা।

Share
Published by
News Desk