Entertainment

পুরস্কার পেলে নয়, অন্য খুশিতে কেঁদে ভাসান বলিউডের পরম সুন্দরী

বলিউড তারকাদের কোনও পুরস্কার পেলে আনন্দে অনেক সময় কেঁদেও ফেলতে দেখা যায়। কিন্তু বলিউডের পরম সুন্দরী কৃতী শ্যানন একদম অন্য খুশিতে কেঁদে ভাসান।

Published by
News Desk

জীবনে নিজের কাজের সাফল্যের জন্য কোনও পুরস্কার জয় অনেক মানুষকেই সাময়িকভাবে আবেগপ্রবণ করে তোলে। চলচ্চিত্র জগতেও তাই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেলে অভিনেত্রীদের চোখে খুশির জল অনেক সময়ই দেখতে পাওয়া গেছে।

কিন্তু পুরস্কার পেলেও বলিউড তারকা কৃতী শ্যাননের চোখ জলে ভরে না। এতটাও আবেগ তাঁকে গ্রাস করে না যে তাঁর চোখ জলে ভরবে।

কৃতী শ্যানন নিজেই একথা জানিয়েছেন একটি টিভি শো-তে এসে। সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে পুরস্কার পেলেও তাঁর চোখে জল আসেনা, কিন্তু একটি ক্ষেত্রে তাঁর চোখ জলে ভরে যায়।

কৃতী জানান, তাঁর মা তাঁকে খুব প্রেরণা দেন, উৎসাহ দেন। একবার তিনি রাতে ঘুমোতে যাওয়ার সময় মাকে গুডনাইট বলতে গিয়েছিলেন। মাকে সেকথা বলার পর মা বলেছিলেন, কৃতী খুব ভাল কাজ করছেন। তিনি খুব ভাল মেয়ে।

মায়ের কাছে একথা শোনার পর কৃতীর চোখ জলে ভরে যায়। এখনও তাঁর মা তাঁর প্রশংসা করলে, উৎসাহ দিলে তিনি আনন্দে আবেগে কেঁদে ফেলেন।

৩২ বছরের অভিনেত্রী কৃতীর নতুন সিনেমা ভেড়িয়া আসতে চলেছে। বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমায় অভিনয় করেছেন কৃতী। তারই প্রচারে এখন বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে তাঁকে।

বরুণ ও কৃতী এসেছিলেন ইন্ডিয়ান আইডল-এর টিভি শো-তে। সেখানেই নিজের জীবনের এই অজানা দিকটি সকলের সামনে তুলে ধরেন কৃতী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk