Kolkata

সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি

Published by
News Desk

গত সোমবার সন্ধে ৬টা ২০। সাঁতরাগাছি স্টেশনে যথেষ্ট ভিড়। তারমধ্যেই লুকিয়ে ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বাংলাদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহাদিন-এর সদস্য আসিফ ইকবাল ওরফে নাদিমকে দেখতে পাওয়ার পর তাকে স্টেশনেই গ্রেফতার করে এসটিফ। তাকে আদালতে পেশ করা হলে বিচারক তার ১৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আসিফ-এর বিরুদ্ধে কৌসরকে জেল পালাতে সাহায্য করার অভিযোগ রয়েছে। রয়েছে ষড়যন্ত্রের অভিযোগ।

প্রতীকী ছবি

২২ বছরের আসিফ খাগরাগড় কাণ্ডের মূল অভিযুক্ত কৌসরের কাছে প্রশিক্ষণ নেয়। পুলিশ জানিয়েছে, আসিফ মুর্শিদাবাদের কুলগাছি গ্রামের বাসিন্দা। ২০১৭ সালে চেন্নাইতে গিয়ে কৌসরের কাছে জঙ্গি প্রশিক্ষণ নেয় সে। বেঙ্গালুরুতে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিল সে। অবশেষে সাঁতরাগাছি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ল আসিফ।

গত শনিবার আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে বাবুঘাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের বুদ্ধগয়া বিস্ফোরণে এই আরিফুলের হাত ছিল বলে মনে করছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts