National

কলকাতা পুলিশের বড় সাফল্য, জালে জেএমবি জঙ্গি

Published by
Shaoni Dutta

মূল পাণ্ডা ধরা পড়তেই একে একে পাকড়াও হতে শুরু করল ভারতে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র হয়ে কাজ করা জঙ্গিরা। বুধবার রাতে ধরা পড়ল জানুয়ারিতে বুদ্ধগয়ায় উদ্ধার হওয়া বিস্ফোরকের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত আরও ১ জঙ্গি। দিলওয়ার হাসান ওরফে আলি হাসানকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে ঝাড়খণ্ডের পাকুরিয়া থেকে।

পুলিশ সূত্রে জানা যায়, পাকুরিয়ায় সিধু কানহু মোড়ের কাছে একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল দিলওয়ার। তাকে ধাওয়া করে ধরে ফেলে এসটিএফ। গ্রেফতারির তথ্য তারা এনআইএ-এর কাছে পাঠায়। এনআইএ সূত্রে খবর, বুদ্ধগয়ায় বিস্ফোরণের উদ্দেশ্য জড়ো করা বিস্ফোরক মুর্শিদাবাদ থেকে গয়ায় পৌঁছে দিয়েছিল মালদহের কালিয়াচকের বাসিন্দা দিলওয়ার।

Share
Published by
Shaoni Dutta