Kolkata

করোনা রিপোর্ট পজিটিভ, আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনার শিকার। আপাতত তিনি আইসোলেশনে চলে গেছেন।

Published by
News Desk

কলকাতা : কদিন ধরে শরীর খুব একটা ভাল ছিলনা। করোনার উপসর্গগুলি প্রকট না হলেও অল্পস্বল্প ছিল। সামান্য জ্বরও ছিল। তাই গত বুধবারই তিনি করোনা পরীক্ষা করান। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে বৃহস্পতিবার সকালে। দেখা যায় পজিটিভ। করোনা ধরা পড়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার। যিনি গত মঙ্গলবারও নবান্নে পুলিশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীও সেই অনুষ্ঠানে ছিলেন। জানা গেছে তারপর থেকেই তিনি লালবাজারে আর আসেননি।

আপাতত পুলিশ কমিশনার আইসোলেশনে চলে গেছেন। বাড়িতেই রয়েছেন তিনি। সেখানেই তিনি আইসোলেশনের নিয়ম মেনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। অনুজ শর্মার সঙ্গে কথা বলছেন তাঁরা। আপাতত তিনি বাড়িতেই থাকবেন। সেখান থেকেই কাজ করবেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে সাধারণ কর্মী, অনেকেই করোনায় বিভিন্ন সময়ে কাবু হয়েছেন। সেই তালিকায় এবার খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার নামও যুক্ত হল।

মৃদু উপসর্গ নিয়ে আপাতত কলকাতার পুলিশ কমিশনার বাড়িতেই আইসোলেশনে থাকবেন। করোনা পরিস্থিতিতে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ রাস্তায় নেমে কাজ করেছে। করোনা পরিস্থিতিতে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীও। সেখানে অনুজ শর্মাও বিভিন্ন সময়ে রাস্তায় নেমে নিজে দাঁড়িয়ে থেকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। কাজ করেছেন। ফ্রন্টলাইন ওয়ার্কারদের তালিকায় পুলিশ পড়ছে। তারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই দিচ্ছে প্রতিদিন।

মুখ্যমন্ত্রী পুলিশ দিবসের অনুষ্ঠানে জানিয়েছিলেন এ রাজ্যে ৭ হাজার ৯৬৩ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই তালিকায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর), এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ অনেক পুলিশকর্মী রয়েছেন। অধিকাংশ পুলিশকর্মীই করোনা যুদ্ধ জয় করে ফিরেছেন। অনেকে কাজেও যোগ দিয়ে দিয়েছেন। তবে কয়েকজন প্রাণও হারিয়েছেন। সবমিলিয়ে পুলিশ কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সংক্রমণের আশঙ্কা নিয়েই কাজ করতে হচ্ছে পুলিশকর্মীদের। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের এই লড়াইকে পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও কুর্নিশ জানিয়েছেন।

Share
Published by
News Desk