Kolkata

তিলোত্তমার রাস্তায় কোটি টাকা সহ গ্রেফতার ৩

Published by
News Desk

কলকাতার স্ট্র্যান্ড রোডের কাছে ২টি পৃথক জায়গা থেকে মোট ৩ যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গত মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ মীর বাহার রোড ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল থেকে ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে ৬৫ লক্ষ টাকা নগদে পাওয়া যায়। সেই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত ২ যুবক কুণাল কুমার ও রাহুল কুমার বিহারের বাসিন্দা। তারা এত পরিমাণ টাকা নিয়ে কলকাতায় কী করছিল সেটাই এখন পুলিশের কাছে বড় প্রশ্ন।

মঙ্গলবারই স্ট্র্যান্ড রোডের কাছে থেকে আরও ১ যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়। সেই টাকাও বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নাম মোহন আগরওয়াল। মোহন অবশ্য কলকাতারই বাসিন্দা।

পুলিশ জানাচ্ছে পুরো টাকাটাই হিসাব বহির্ভূত। সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই টাকা এল কোথা থেকে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ভোটের মুখে এত টাকা সহ গ্রেফতারি কিন্তু পুলিশকে ভাবাচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts