Kolkata

শহর থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট

Published by
News Desk

খোদ শহর কলকাতা থেকে জাল নোট উদ্ধার করল পুলিশ। যে জাল নোট উদ্ধার হয়েছে তার বিনিময় মূল্য ১ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। তারপরই উদ্ধার হয় ১ লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতার ডিএল খান রোড। ভবানীপুর এলাকার এই দেবেন্দ্র লাল খান রোড থেকেই শুক্রবার সন্ধেবেলা ১ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ আশরাফুল হক। তার কাছ থেকেই উদ্ধার হয় জাল নোট। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

কোথা থেকে সে এই টাকা পেল? কোথায় নিয়ে যাচ্ছিল? ওই নোট নিয়ে কী করার পরিকল্পনা ছিল? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট চক্রের সম্বন্ধে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts