Kolkata

বিধাননগরে অশান্তি, শিক্ষা সহায়কদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি

Published by
News Desk

শিক্ষা সহায়কদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল বিধাননগরে। বৃহস্পতিবার তাদের স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে করুণাময়ীর কাছে ময়ূখ ভবনের সামনে অবস্থান করছিলেন শিক্ষা সহায়করা। কয়েক হাজার নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন। এক ঝলক দেখলে বোঝা যাচ্ছিল এই বিক্ষোভকারীদের শেষ অংশ দেখাই যাচ্ছে না। সংখ্যায় তাঁরা এতজনই ছিলেন।

দুপুরে তাঁরা মিছিল করে বিকাশ ভবনের দিকে এগোনোর চেষ্টা করেন। আগে থেকেই তৈরি ছিল পুলিশ। তৈরি ছিল ব্যারিকেড। মিছিল করে ব্যারিকেডের সামনে এসে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বেঁধে যায়। বেশ কিছুক্ষণ এমন অবস্থা চলার পর অবশেষে তাঁরা পুলিশের ব্যারিকেডের সামনেই সকলে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

এই অবস্থাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য প্রবল উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলেছে। বিক্ষোভকারীদের তরফে তাঁদের দাবি সম্বলিত একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। এদিকে শিক্ষা সহায়কদের এই অবস্থানকে কেন্দ্র করে ওই অঞ্চলে যান চলাচল ব্যাহত হয়। অনেক বাস অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

Share
Published by
News Desk

Recent Posts