Kolkata

প্রয়াত মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী

Published by
News Desk

ভোরেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় চিন্তা বাড়ছিল। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে চলে গেলেন মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী। বার্ধক্যজনিত শারীরিক সমস্যার শিকার হয়েই মৃত্যু হল তাঁর। তাঁর মৃত্যু মতুয়া মহাসংঘের জন্য বড় ক্ষতি বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বড়মার দেহ এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গান স্যালুট দেওয়ার পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর অবস্থা অতি সংকটজনক বলে সকালেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত বড়মাকে মঙ্গলবার ভেন্টিলেশনে রাখা হয়। ভোর ৫টায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছিলেন চিকিৎসকেরা। অবশেষে একদিনও পার হল না। রাতেই চলে গেলেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাঁকে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত রবিবার ৩ মার্চ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রবল জ্বর নিয়ে ভর্তি হলেও পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। বড়মার বয়স ১০০ পার করার ফলে বয়সের কারণে তাঁর মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানান এসএসকেএম হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts