Kolkata

অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন তৃণমূল নেতা

Published by
News Desk

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক বিশাখা গোস্বামীর পোস্ট ঘিরেই গোলমালের সূত্রপাত। তৃণমূল নেতা সৃজন বোসের দাবি, বিশাখা গোস্বামী যেগুলি পোস্ট ও শেয়ার করেছেন সেগুলি বিতর্কিত ছবি। যেখানে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে খারাপভাবে তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছে। তাই অবিলম্বে বিশাখা গোস্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মর্মে তিনি পুলিশে একটি অভিযোগও দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা চাইছিলেন তৃণমূল নেতা সৃজন বোস। তাঁর দাবি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই বিষয়কে সামনে রেখে বিশৃঙ্খলা জন্ম নিতে পারে।

এর আগেও অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের একটি পোস্ট ঘিরে বিতর্ক চরমে উঠতে দেখা গিয়েছিল। বিষয়টি গ্রেফতারি পর্যন্ত গড়ায়। এবার কী বিশাখা গোস্বামীর ক্ষেত্রেও তেমনই কিছু ঘটতে চলেছে? সে প্রশ্ন কিন্তু উঠছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts