Kolkata

পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

Published by
News Desk

মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রায় সব বিরোধী দল। বিশেষত সব দলের ছাত্র, যুব শাখা এই নিয়ে পথে নেমেছে। বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চা ও এবিভিপি-র সদস্যরা কলেজ স্ট্রিটে মিছিল করেন। মাধ্যমিকের প্রশ্ন বাইরে আনায় যুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে স্লোগান দিতে দিতে এগোতে থাকে মিছিল। অনেকের গলায় ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও। কলেজ স্ট্রিটে তাঁদের পথ আটকায় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধস্তাধস্তি।

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ বজায় ছিল। ফলে কলেজ স্ট্রিটের রাস্তা ধরে যান চলাচল ব্যাহত হয়। বেশ কিছু বইয়ের গুমটি দোকান বন্ধ করতে দেখা যায়। পরে পুলিশ কার্যত চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল বিজেপির পতাকা।

বিকেল ৩টে নাগাদ থেকে শুরু হয়ে দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলে। পরে বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করার পর অবস্থা ধীরে ধীরে শান্ত হয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। বিকেলের দিকে ছন্দে ফেরে কলেজ স্ট্রিট।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts