Categories: Kolkata

মল্লিকবাজারে ব্যবসায়ীকে গুলি করে খুন

Published by
News Desk

রাতের শহরে ফের ব্যবসায়ী খুন। ঘটনাস্থল মল্লিকবাজার। শুক্রবার রাতে মল্লিকবাজারের মুখের কাছে নূর মহম্মদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয় আততায়ীরা। তাঁর ঘাড়ে ও পেটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পার্কিং ও বাড়ি তৈরির সামগ্রির ব্যবসার সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী নূরের পরিবারের দাবি শুক্রবার রাতে বছর ৫৫-র নূর বাড়িতেই ছিলেন। তখনই তাঁকে ফোন করে মল্লিকবাজারে ডাকেন তাঁর ব্যবসার এক অংশীদার। ফোন পেয়ে বেরিয়ে যান নূর। তারপরই তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর বাড়িতে পৌঁছয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts