Kolkata

বর্ধিত বেতনের দাবিতে পথে প্রাথমিক শিক্ষকরা

Published by
News Desk

এনসিটিই-র সুপারিশমত বেতন কাঠামোর দাবিতে বুধবার শিয়ালদহ থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। রাস্তা ছোট হলেও মিছিলে শরিক শিক্ষকদের সংখ্যা নজর কেড়েছে। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

মিছিল দুপুরে শিয়ালদহ থেকে শুরু হয়। পরে রামলীলায় শেষ হওয়ার পর সেখানে একটি সভা হয়। যেখানে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী সহ অন্যরা। বেশ কিছুদিন ধরেই কখনও বিকাশ ভবনের সামনে বিক্ষোভ, কখনও মিছিল করে তাঁদের দাবি সরকারের নজরে আনার চেষ্টা চালাচ্ছে শিক্ষকদের সংগঠন উস্তি। এদিনও তাঁরা পথে নামলেন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts