Kolkata

কানহাইয়া এলেন না, অসুস্থ শরীরে এলেন বুদ্ধদেব

Published by
News Desk

অসুস্থতার কারণে আর বাড়ি থেকেই বার হননা। মাঝে মুখ্যমন্ত্রীও দেখা করে আসেন তাঁর সঙ্গে। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ব্রিগেডের ডাকে সাড়া না দিয়ে পারলেননা তিনি। অসুস্থ শরীরে পাম অ্যাভিনিউ-র বাড়ি থেকে এদিন দুপুরে বার হন তিনি। গন্তব্য ছিল ব্রিগেড। গাড়িতে চড়ার সময় একবার সকলের উদ্দেশ্যে হাতও নাড়েন। তারপর কলকাতা পুলিশের সাহায্যে সুগম পথে দ্রুত পৌঁছে যান ব্রিগেডে। বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি এদিন বাড়তি উৎসাহ যোগায় বাম কর্মী-সমর্থকদের মধ্যে।

ব্রিগেডে হাজির হলেও গাড়ি থেকে নামতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। গাড়িতে বসেই শোনেন বক্তৃতা। তাও পুরো সময় নয়। তাঁর গাড়িকে বিশেষভাবে মঞ্চের কাছে নিয়ে আসা হয়েছিল। কিছুক্ষণ থাকার পর ফের বাড়ি ফিরে যান তিনি। তবে তাঁর বার্তা মঞ্চ থেকে পাঠ করে শোনানো হয়।

ব্রিগেডের সভামঞ্চে সূর্যকান্ত মিশ্রের বক্তৃতা, ছবি – আইএএনএস

বুদ্ধদেব ভট্টাচার্য এলেও এদিন সভার অন্যতম আকর্ষণ তরুণ বাম নেতা কানহাইয়া কুমার আসেননি। বিমান বসু মঞ্চ থেকেই জানান, কানাহাইয়া কুমারের মামস হয়েছে। ফলে কথা বলার অবস্থায় তিনি নেই। যে কারণে সব ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহুর্তে তাঁর বিমানের টিকিট বাতিল করা হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts