Kolkata

একগুচ্ছ দাবিতে শহরের রাজপথে এসইউসিআই

Published by
News Desk

প্রথমশ্রেণি থেকে পাশ-ফেল চালু থেকে শুরু করে চাকরি না দেওয়া পর্যন্ত বেকারদের বেকারভাতা চালু। এমন একাধিক ইস্যুকে সামনে রেখে বুধবার শহরের রাজপথে নামলেন এসইউসিআই কর্মী সমর্থকেরা। ব্যানার, ফেস্টুন হাতে তাঁরা এদিন কার্যত মধ্য কলকাতা দুপুরে অচল করে দেন।

এদিন কাঁথি কাণ্ডের প্রতিবাদে এমনিতেই বিজেপির একটা মিছিল ছিল। তার ওপর এসইউসিআই-এর মিছিল আমজনতার জন্য নাভিশ্বাসের কারণ হয়। অনেক রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে যানবাহন।

নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা থেকে শুরু করে মদ ও মাদক নিষিদ্ধ করার দাবিও এদিনের মিছিল থেকে তোলেন এসইউসিআই কর্মী সমর্থকেরা। মিছিল ছিল বহরে বিশাল। ফলে যানজট আরও জটিল আকার নেয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts