Kolkata

নিঝুম রাতে উল্টে গেল অটো, মৃত ১

Published by
News Desk

বুধবার রাত তখন প্রায় ১টা। শীতের রাতে কার্যত নিঝুম কসবার রাজডাঙা মেন রোড। দিনভর ব্যস্ত রাস্তায় তখন হাতে গোনা গাড়ি। তখনই ওই রাস্তা ধরে অটো নিয়ে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিলেন সন্তোষ গুপ্ত নামে এক অটো চালক। জানা গেছে, কিছুটা বেপরোয়াভাবেই চলছিল অটোটি। ফাঁকা রাস্তায় বেপরোয়া অটোর ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ফুটপাথে ধাক্কা মেরে উল্টো যায় অটোটি। মৃত্যু হয় সন্তোষ গুপ্ত-র।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অটো চালক মত্ত অবস্থায় ছিলেন। তবে অটোয় তিনি একাই ছিলেন। দুর্ঘটনার জেরে অটোটিরও ক্ষতি হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News