Kolkata

বাসের রেষারেষি থামার নাম নেই, ফের শহরে রেষারেষির শিকার ১

Published by
News Desk

২টি বাসের রেষারেষি কলকাতাবাসীর গা সওয়া হয়ে গেছে। যতই প্রশাসন সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার চালাক না কেন, বাসের চালকরা যে তাতে কর্ণপাতের প্রয়োজন বোধ করেন না তা ফের একবার প্রমাণ হল বৃহস্পতিবার। এদিন বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে ২টি বাসের রেষারেষির শিকার হলেন এক ব্যক্তি।

বেলগাছিয়া স্টেশনের সামনে ৩সি বাই ১ রুটের ২টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। ২টি বাসের মাঝে পড়ে যান বাদল দাস নামে এক ব্যক্তি। ২টি বাসের মাঝে কার্যত পিষে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ফের বাসের রেষারেষিতে এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts