Kolkata

হৃদয় মিলুক, না মিলুক, হাতে হাত মিলিয়ে চলুন, বার্তা কংগ্রেসের

Published by
News Desk

কংগ্রেস নেতৃত্ব এই মহাজোটের আবহে কী অবস্থান নেয় সেদিকে তাকিয়েছিল গোটা দেশ। হয়তো এদিন সব বিরোধী নেতাও সেদিকে চেয়ে ছিলেন। সেই বার্তা এল। বার্তা এল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লি‌কার্জুন খাড়গের বক্তৃতায়। বক্তব্যের শুরুতেই এমনভাবে বিজেপি বিরোধীদের একমঞ্চে আনার জন্য মমতাকে ধন্যবাদ জানান তিনি। তারপর জানান তিনি সনিয়া গান্ধীর একটি বার্তা নিয়ে এসেছেন। সেই বার্তা পাঠও করেন। সনিয়া চিঠিতে জানিয়েছেন, দেশে অর্থনৈতিক সমস্যা রয়েছে। রাজনৈতিক, সামাজিক পরিস্থিতিও সমস্যায়। মোদী সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপের পূর্ণ সাফল্য কামনা করছেন তিনি। মানে চিঠিতে একটা ধরি মাছ না ছুঁই পানি ভাব প্রকট।

কংগ্রেসের যখন এটাই অবস্থান তখন সেই রাস্তা ধরে রাখেন মল্লিকার্জুনও। তিনি দাবি করেন নরেন্দ্র মোদী কর্পোরেটদের খাওয়াচ্ছেন। অনিল আম্বানি কীভাবে রাফাল ডিলে সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মল্লিকার্জুন। মোদী সরকার সব উন্নয়ন ভুলে এখন কীভাবে ২০১৯-এ সরকারে আসবে সেই চিন্তায় মগ্ন বলে দাবি করেন খাড়গে। তিনি দাবি করেন সব রাজ্য সরকারগুলোকে ভাঙার চেষ্টা করছেন মোদী। বিজেপি বিরোধী লড়াইতে সকলকে হাতে হাত মেলানোর ডাক দেন তিনি। জানান হৃদয় নাও মিলতে পারে কিন্তু হাতে হাত মেলানোর সময় এসে গেছে।

Share
Published by
News Desk

Recent Posts