Kolkata

অ্যাপ ক্যাব চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Published by
News Desk

আগের রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে মিলল খোঁজ। তবে মৃত অবস্থায়। রক্তাক্ত, ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। তাঁর মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। মৃতের নাম ইমরান। গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর খোঁজ চলছিল। সোমবার সকালে প্রগতি ময়দান থানা এলাকায় রাস্তার ধারে তাঁর গাড়িটিকে দেখতে পান স্থানীয়রা। পাশে পড়েছিল ক্যাবটির চালক ইমরানের দেহ।

পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞেরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। কে বা কারা ওই ক্যাব চালককে খুন করল তার খোঁজ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts