Kolkata

শহরে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন যুবক

Published by
News Desk

সোমবার সকালে পূর্ব কলকাতার ট্যাংরার পাগলাডাঙা রোডে একটি দোকানে বসেছিলেন স্থানীয় যুবক তারক মণ্ডল। আচমকাই সেখানে হাজির হয় ৬-৭ জনের এক দুষ্কৃতি দল। তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। তারকবাবুর কাছে এসে তারা ধারাল অস্ত্রের কোপ মারতে থাকে। নিজেকে বাঁচাতে ছুটতে শুরু করেন তারক মণ্ডল। পিছু ধাওয়া করে দুষ্কৃতিরা। তারপর কাছের একটি মাঠের মধ্যে তাঁকে ধরে বেশ কয়েকবার কোপানোর পর সেখানে থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যারা খুন করেছে তারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। অসামাজিক কাজকর্মে যুক্ত থাকায় তাদের এলাকা ছাড়া করা হয়েছিল। পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts