Kolkata

বাসে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

Published by
News Desk

বেলা তখন প্রায় সাড়ে ১১টা। যশোর রোড ধরে ছুটে আসছিল বারাসত-বারুইপুর রুটের সরকারি বাস সি-২৩। এয়ারপোর্ট আড়াই নম্বরের কাছে আচমকাই বাসে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। সকলেই হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন। যাত্রীরা নেমে আসার মধ্যেই প্রায় গোটা বাস আগুনের গ্রাসে চলে যায়। রাস্তার ওপরই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

প্রথমে কাছের একটি দোকান থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই বাসটিতে আগুন ধরে যায়। এদিকে বাসে আগুন লাগার জেরে ব্যস্ত সময়ে ওই রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়।

Share
Published by
News Desk

Recent Posts