Kolkata

বিজেপিকে রথযাত্রার অনুমতি দিলনা রাজ্য

Published by
News Desk

কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবারের মধ্যেই বিজেপির রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে সরকারের অভিমত জানানোর কথা ছিল। সরকারের বক্তব্য বিজেপিকে জানানোর নির্দেশ মেনে রাজ্য সরকার সেকথা শনিবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে জানিয়েও দিল। রাজ্যের ৩ শীর্ষ আধিকারিক মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-র সই করা চিঠিতে সরকারের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা রিপোর্ট বলছে বিজেপির রথযাত্রা হলে রাজ্যে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। হিংসা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই রথযাত্রায় আরএসএস, বজরঙ্গ দল ও বিশ্ব হিন্দু পরিষদ যুক্ত বলেও চিঠিতে জানানো হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতিকে পাঠানো এই চিঠি সামনে এনেছে রাজ্য বিজেপিই। চিঠিতে বলা হয়েছে, গোয়েন্দা রিপোর্ট বলছে, যেসব জায়গা দিয়ে এই রথযাত্রা যাবে প্রচারের কারণে সেখানে স্পর্শকাতর পকেট তৈরি হচ্ছে। যা থেকে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই রথযাত্রা হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে বলে দাবি করা হয়েছে চিঠিতে। এও জানানো হয়েছে রথযাত্রার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হবে। তাই এই রথযাত্রার অনুমতি দেওয়া যাচ্ছে না।

রাজ্য সরকারের এই চিঠির পর কার্যতই ক্ষুব্ধ রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন এটা রাজনৈতিকভাবে প্রভাবিত সিদ্ধান্ত। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলেও জানান তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts