Kolkata

ছটে ছুটি

Published by
News Desk

ছট পুজো উপলক্ষে মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি। সব সরকারি অফিস এদিন বন্ধ থাকছে। ছট পুজো উপলক্ষে ছুটি থাকছে বুধবারও। তবে সবার নয়। কেবলমাত্র যাঁরা ছট পুজো করবেন তাঁদের জন্য ছুটি থাকছে রাজ্য সরকারি দফতরে। সোমবার এই ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে।

এরফলে তামাম রাজ্য সরকারি কর্মচারিরা ছট উপলক্ষে মঙ্গলবার ছুটি পাচ্ছেন। আর পরপর ২ দিন ছট উপলক্ষে ছুটি পাচ্ছেন ছট পুজো করছেন এমন রাজ্য সরকারি কর্মচারিরা।

Share
Published by
News Desk

Recent Posts