Kolkata

মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

Published by
News Desk

বেহালার পর্ণশ্রী থানা এলাকায় রয়েছে একটি মন্দির। বৃহস্পতিবার সেই মন্দিরের এক পুরোহিতের বাড়িতে ভাঙচুর চালালেন এক তরুণীর পরিবার ও তাঁর আত্মীয়রা। তাঁদের অভিযোগ ওই পুরোহিত তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এদিকে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানানোর পর অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।

তরুণীর পরিবারের দাবি, তাঁদের মেয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত পুরোহিত সেই সুযোগেই ওই তরুণীকে ধর্ষণ করে। কিন্তু তরুণী সব ঘটনা বাড়িতে এসে জানান। তারপরই ক্ষোভে ফেটে পড়েন তরুণী পরিবারের লোকজন। এদিন তাঁরা চড়াও হন অভিযুক্তের বাড়িতে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts