Kolkata

প্রোমোটারকে গুলি, আতঙ্কে মধ্যবিত্ত পাড়া

Published by
News Desk

দমদম পার্কের ৪ নম্বর ট্যাঙ্কের কাছে একটি নির্মীয়মাণ বহুতলের সামনে শনিবার বেলা ১১টা নাগাদ দাঁড়িয়েছিলেন ওই বহুতলের প্রোমোটার শেখর পোদ্দার। আশপাশে সারি দিয়ে মধ্যবিত্ত পরিবারের বাস। শনিবার হওয়ায় সকালের দিকে অনেকে ফ্ল্যাট দেখতে আসেন। স্থানীয়দের ধারণা, সেজন্যই হয়তো প্রোমোটার নিজে সেখানে দাঁড়িয়েছিলেন। আচমকাই একটি মোটরবাইকে করে ২ জন সেখানে হাজির হয়। শেখর পোদ্দারের সঙ্গে নাকি একটু তর্কও হয়। তারপর আচমকাই তাঁকে গুলি করে ওই দুষ্কৃতিরা। শেখর পোদ্দারের হাতে গুলি লাগে আর্তনাদ করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের দাবি, আওয়াজ শুনে বেরিয়ে তাঁরা দেখেন ২ জন হেঁটে গিয়ে বাইকে চড়ে চম্পট দিল। দ্রুত আহত শেখর পোদ্দারকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আশপাশে সাধারণ মানুষের বাড়ি। পরিবার নিয়ে বাস। ফলে পাড়ায় ঘটা এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শোনা যাচ্ছে ওই প্রোমোটারের কাছে নাকি কিছুদিন আগে টাকা চেয়েছিল স্থানীয় এক দুষ্কৃতি। এই তোলাবাজি নিয়ে গণ্ডগোলের জেরেই গুলি চালনা, নাকি এর পিছনে সিন্ডিকেট চক্র কাজ করছে। সবই খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts