Kolkata

আংশিক বাস ধর্মঘট, ৩ দিন কেবল অফিস টাইমে চলবে বাস

Published by
News Desk

ফের বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সরকারের ওপর চাপের রাস্তায় হাঁটল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। তাদের দাবি শেষ বার গত ১১ জুন ভাড়া বৃদ্ধির পর ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। সেজন্য বারবার তারা সরকারের কাছে ফের ভাড়া বৃদ্ধির দরবারও করেছে। কিন্তু সরকার তাতে কান দিচ্ছেনা। তাই তারা এদিন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে আগামী সোম, মঙ্গল ও বুধবার তারা কেবলমাত্র অফিস টাইমে রাস্তায় বাস নামাবে। সকালে ৮টা থেকে ১১টা পর্যন্ত বাস নামানো হবে। আবার বিকেলে অফিস ফেরত টাইমে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাস চালাবে তারা। এই আংশিক বাস ধর্মঘট পালিত হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে।

এই আংশিক বাস ধর্মঘটের সিদ্ধান্ত কিন্তু মোটেও আমজনতার পক্ষে খুব সুবিধের হবে না। কারণ অনেক অফিস, স্কুল, কলেজ আগামী সোমবার থেকে খুলছে। ছুটির আবেশ কাটিয়ে ওদিন থেকে পুরোদমে ফের কাজে ফিরবেন মানুষজন। এই অবস্থায় এমন ঘণ্টা মেপে রাস্তায় বাস ভয়ংকর সমস্যার কারণ হতে চলেছে বলে মেনে নিচ্ছেন সাধারণ মানুষ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News