Kolkata

নাগেরবাজারে বিস্ফোরণ, মৃত ৮ বছরের বালক, এলাকায় আতঙ্ক

Published by
News Desk

নাগেরবাজারের কাছে কাজিপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক বালকের। নাম বিভাস ঘোষ। গান্ধী জয়ন্তীর দিন ছুটির সকালে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। ভয়ংকর শব্দে কেঁপে ওঠে চারধার। এমনিতেই সরু রাস্তা। দুপাশে একের পর এক আবাসন, বাড়ি, দোকানপাট। এককথায় ঘিঞ্জি এবং জনবহুল এলাকা কাজিপাড়া। তারমধ্যেই এমন ভয়ংকর বিস্ফোরণ। বিস্ফোরণের পর মা ও বিভাস ২ জনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আহত হন আরও ১০ জন। তাঁদের রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকদের অনেক চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি বিভাসকে। তার মাও সঙ্কটজনক অবস্থায় ভর্তি।

সকাল সাড়ে ৯টা নাগাদ ওই এলাকায় প্রচুর মানুষজন থাকেন। দোকান, বাজার করতে বাড়ি থেকে বার হন অনেকেই। সেখানে এমন এক বিস্ফোরণ হল কীভাবে তা নিয়ে প্রথমে ধন্ধ তৈরি হয়। অনেকের ধারণা ছিল সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। পরে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় সিলিন্ডার নয়, সকেট বোমা জাতীয় কোনও বোমা ফেটে বিস্ফোরণ। যদিও সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই পরিস্কার হবে বিস্ফোরণের ধরণ। এদিকে এমন এক ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts