Categories: Kolkata

লরির ধাক্কায় মৃত্যু, প্রতিবাদে তুলকালাম

Published by
News Desk

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুর। মঙ্গলবার গভীর রাতে একটি বালি বোঝাই লরির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়।

মৃত শেখ সাহারুল মোমিনপুরের বাসিন্দা। দুবাইতে কর্মরত সাহারুল কয়েকদিন আগেই শহরে ফেরেন। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে খিদিরপুর চত্বর। দফায় দফায় পথ অবরোধ করেন উত্তেজিত জনতা। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। জনতার রোষ থেকে রেহাই পায়নি ডিসি পোর্টের গাড়িও।

এলাকাবাসীর অভিযোগ খিদিরপুর এলাকায় পরপর দুর্ঘটনা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে লরির কাছ থেকে তোলা তোলারও অভিযোগ করেন তাঁরা। এদিকে অবরোধের জেরে খিদিরপুর এলাকায় ব্যস্ত সময়ে প্রবল যানজটের সৃষ্টি হয়।

Share
Published by
News Desk

Recent Posts