Kolkata

তুমুল বৃষ্টিতে ভাসল দক্ষিণ

Published by
News Desk

গত বৃহস্পতিবার তুমুল বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তর কলকাতার একটা বড় অংশ। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছিল সেই বৃষ্টি। কিন্তু মধ্য বা দক্ষিণ কলকাতায় তেমন বৃষ্টি হয়নি। শুক্রবার তেমনই এক তুমুল বৃষ্টি দেখল দক্ষিণ কলকাতা। এদিন আবার রেহাই পেল উত্তর। শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতা জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত। যা এ বছর কলকাতা সহ গোটা রাজ্যেই বেশি করে দেখা যাচ্ছে।

এদিন বৃষ্টি চলে প্রায় ঘণ্টাখানেক। ফলে দক্ষিণের বেশ কিছু জায়গায় জল জমে যায়। হাওয়া অফিস জানিয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার ফলেই এই বৃষ্টি। ফলে একটা এলাকার মধ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। অন্যত্র বৃষ্টিই হচ্ছেনা। এদিন দুপুরে হওয়ায় বৃষ্টির কারণে অফিস ফেরত মানুষজনকে তেমন একটা সমস্যা পোহাতে হয়নি।

Share
Published by
News Desk