Kolkata

দায়ী ‘দায়ে’, মাটি পুজোর বাজার

Published by
News Desk

মহরমের ছুটি থাকায় শহরবাসীকে এই বৃষ্টির জেরে কর্মব্যস্ত দিনের মত সমস্যায় পড়তে হয়নি। বরং বৃষ্টির জেরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভালই কেটেছে দিনটা। তবে পুজোর আর মাত্র কটা দিন বাকি। ফলে পুজোর বাজার এদিন অনেকটাই মার খেয়েছে। অনেকেই পরিকল্পনা করে রেখেছিলেন ছুটির দিন দুপুরের পর পরিবার নিয়ে পুজোর কেনাকাটা সারবেন। সেই পরিকল্পনা ঘুম ভেঙে চোখে ভেজা আকাশ দেখামাত্র বাতিল করেছেন অনেকে।

এদিকে পূর্বাভাস বলছে যেভাবে ঘূর্ণিঝড় ক্রমশ পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের দিকে যাত্রা শুরু করেছে তাতে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শনিবার কিছুটা বৃষ্টি হলেও কলকাতার আকাশ পরিস্কার হয়ে যাবে। এই পূর্বাভাসে অনেকটাই আশ্বস্ত শহরবাসী। শুক্রবারটা বিশ্রামে কাটিয়ে শনিবার ও রবিবার পুজোর কেনাকাটার জন্য তুলে রেখেছেন তাঁরা। ফলে শুক্রবারটা মাঠে মারা গেলেও আগামী ২ দিন পুজোর বাজার জমতে চলেছে বলেই আশাবাদী বিক্রেতারা।

Share
Published by
News Desk