Kolkata

পোড়া বাগরি মার্কেট থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক বিশেষজ্ঞেরা

Published by
News Desk

পেট্রোলিয়ামজাত পদার্থ ডিওডোরান্ট থেকেই সম্ভবত ছড়ায় আগুন। বাগরি মার্কেট ঘুরে দেখার পর এমনই মনে করছেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। তবে ঠিক কী কারণে আগুন তা যাবতীয় পরীক্ষার পরই বোঝা সম্ভব বলে মনে করছেন তাঁরা। বুধবার দুপুরের দিকে বাগরি মার্কেটের আগুন সম্পূর্ণ নিভেছে বলে ঘোষণা করা হয়। এরপর থেকেই চলছিল কুলিং ডাউন বা ঠান্ডা করার কাজ। বৃহস্পতিবার পোড়া বাগরি মার্কেটে ঢোকে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা প্রতিটি কোণা থেকে বিভিন্ন রকম নমুনা সংগ্রহ করে। দলটি যেখানে প্রথম আগুন লেগেছিল সেখানেও যায়। সেখান থেকেও সংগ্রহ করা হয় নমুনা।

এদিকে পোড়া বাড়িটি এখন অনেকটাই ঠান্ডা হয়েছে। ফলে ভিতরে ঢোকা যাচ্ছে। তবে বাড়ির ঠিক কী পরিস্থিতি তা এখনও পরিস্কার নয়। এমনও মনে করা হচ্ছে যে বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার পর ভেঙেও পড়তে পারে। বাগরি মার্কেটের মালকিন রাধা বাগরিকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts