Kolkata

সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি

Published by
News Desk

১৪ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্ত দান শিবিরের আয়োজন করল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। বিডন স্ট্রিটের চৈতন্য লাইব্রেরীতে এই অনুষ্ঠান হয়। এদিন পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন হয়।

১৯ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এদিন ৮০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অন্যদিকে রক্তদান করেন ৯২ জন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থ্যালাসেমিয়া গার্জেন ফোরাম সংগঠনের সদস্যরা। উত্তর কলকাতার ব্যবসায়ী সমিতির সম্পাদক অভিজিৎ ধর বলেন, রক্তদাতাদের জন্য এদিন কোনও উপহারের ব্যবস্থা ছিল না। দেওয়া হয়েছে সার্টিফিকেট, মেমেন্টো এবং ফুল। সার্টিফিকেটে সই আছে রাজ্যের ২ মন্ত্রী ফিরহাদ হাকিম ও শশী পাঁজার। অভিজিতবাবু বলেন, পুজোর আগেই একটা ছানি অপারেশন শিবিরেরও আয়োজন করতে চলেছেন তাঁরা। স্বাস্থ্য শিবিরে এদিন যাঁদের চোখের ছানি অপারেশন করার কথা বলা হয়েছে তাঁরা অপারেশন করাতে পারবেন। বিনামূল্যে চশমাও দেওয়া হবে। তাছাড়া আগামী ৭ দিনে যাঁরা আবেদন করবেন তাঁরাও ছানি অপারেশন করাতে পারবেন বলে আশ্বস্ত করেছেন অভিজিতবাবু।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts