Kolkata

মাঝেরহাট ব্রিজের ধ্বংসস্তূপের মধ্যে মিলল আরও ১টি দেহ

Published by
News Desk

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই দাবি করা হচ্ছিল ব্রিজের যে অংশ ভেঙে পড়েছে সেই অংশের তলায় ঠিকাকর্মীদের একটি অস্থায়ী ঘর ছিল। সেখানে সম্ভবত ২ জন ঠিকাকর্মী তখন ছিলেন। যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছেনা। যদিও গত মঙ্গলবার রাত পর্যন্ত ব্রিজের ফাঁকফোকর দিয়ে বহু বার তাঁদের ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি উদ্ধারকারীরা। তবে কী তাঁদের ব্রিজের তলায় পড়ে মৃত্যু হয়েছে? এমন আশঙ্কা করা হচ্ছিল। আর তাই বুধবার ওই ২ ব্যক্তির বাড়ির লোকজনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছিল। যদি দেহ মেলে তাহলে যাতে তাঁরা দ্রুত শনাক্ত করতে পারেন। এদিন নিচে কেউ থাকতে পারেন একথা মাথায় রেখে খুব সন্তর্পণে ধ্বংসস্তূপ কেটে পরিস্কারের কাজ চলছিল।

বুধবার বিকেল থেকেই একটা ধ্বংসস্তূপের তলায় একজনের দেহ রয়েছে বলে সন্দেহ হয় উদ্ধারকারীদের। কিন্তু পরিস্কার করে কিছু বোঝা যাচ্ছিল না। লাল পোশাকের মত কিছু দেখা যাচ্ছিল। এই অবস্থায় কোনও ঝুঁকি না নিয়ে অ্যাম্বুলেন্সও ডেকে নেওয়া হয়। তারপর সন্ধে নাগাদ অবশেষে ধ্বংসস্তূপ থেকে বার করা হয় একটি দেহ। দ্রুত দেহটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়। এদিন প্রায় সেই সময়েই মুখ্যমন্ত্রী জায়গাটি পরিদর্শন করছিলেন। মুখ্যমন্ত্রীই পরে জানিয়ে দেন আরও একটি দেহ পাওয়ার কথা।

Share
Published by
News Desk

Recent Posts