Kolkata

রবিবাসরীয় আলস্যে বর্ষার আমেজ, শহর জুড়ে প্রবল বৃষ্টি

Published by
News Desk

রবিবার সকালে শহরের ঘুম ভেঙেছে ঝিরঝিরে বৃষ্টিতে। যে পর্দা টানা জানালা দিয়ে রোদের হাল্কা আভা ঘুম ভাঙা চোখকে জানান দিত সকাল হয়ে গেছে, সেই জানালা এদিন বেলা গড়ালেও বুঝিয়েছে এই সবে ভোর হল। অনেকে ঘুম ভেঙে বুঝতে পারেননি তখন সকাল না কাকভোর। এমনই মেঘে ঢাকা শহরটায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের চাদর পুরু হয়েছে। নেমেছে ঝরঝর করে বৃষ্টি। সঙ্গে ঘনঘন বজ্রপাত। সকালেই একচোট প্রবল বর্ষণে শহরের অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। রবিবারের সকালে জমিয়ে বাজার বেশ কিছুটা মাটিও হয় বৃষ্টিতে। এদিন আবার অনেক বাড়িতে জন্মাষ্টমী পালিত হয়। সেখানে সকালে থেকেই শুরু হয় তোড়জোড়। কেনাকাটা করতেই হয়। বৃষ্টির জেরে সেই কেনাকাটাও মাটি হয়েছে।

সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে এদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তা মিলেও গেছে। বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। বৃষ্টি সকালে একচোট হলেও আকাশ ছিল মেঘে ঢাকা। পুরু মেঘের আস্তরণ যত কালো হয়েছে ততই বিভিন্ন জায়গায় ঝমঝম করে বৃষ্টি নেমেছে।

রবিবার হওয়ায় ছুটির আমেজ রয়েছে পুরোদমে। ফলে অনেকেই বাড়িতে বৃষ্টি উপভোগ করেছেন। সঙ্গে ছিল রসনা তৃপ্তির জন্য ইলিশ আর খিচুড়ি। সপ্তাহের অন্য দিন হলে এই বৃষ্টি সারাদিনের কাজ মাটি করত। কাজে বেরিয়ে প্রবল সমস্যায় পড়তে হত মানুষকে। ছুটি থাকায় সে যাত্রায় বেঁচে গেছেন আম জনতা।

Share
Published by
News Desk