Kolkata

গুদামের আগুন গ্রাস করল পাশের বাড়িকেও

Published by
News Desk

বৃহস্পতিবার সকালে রাজারহাটের লাঙলপোতার একটি গুদামে আগুন লেগে যায়। গুদামে কাঠের খেলনা থেকে কাঠের নানারকম ঘর সাজানোর জিনিস মজুত ছিল। স্থানীয়রা জানাচ্ছেন, সকাল সাড়ে ৭টা নাগাদ গুদাম থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। দ্রুত গুদামের মধ্যে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসেন। দ্রুত আগুন ছড়াতে থাকে। এক এক করে দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। গুদামে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয় দমকলকর্মীদের। এদিকে দাউদাউ করে জ্বলতে থাকা গুদামের আগুন গ্রাস করে পাশের একটি বাড়িকেও। ওই বাড়িটিরও ক্ষতি হয়।

প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকলের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। গুদামে আদৌও কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এমন বিধ্বংসী আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পরও গুদামের বিভিন্ন জায়গায় ধিকিধিকি আগুন নজর কেড়েছে।

Share
Published by
News Desk

Recent Posts