Entertainment

চতুর্থ দিনেও সুনসান টলিপাড়া, নিজেদের মধ্যে বৈঠকে কলাকুশলীরা

Published by
News Desk

৪ দিন অতিবাহিত। এখনও টলিপাড়ায় জট কাটার নাম নেই। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের অনড় অবস্থানের জেরে শিকেয় কাজকর্ম। অনেক সিরিয়ালের শ্যুটিং বন্ধ। গত সোমবার সাংবাদিক বৈঠক করার পর মঙ্গলবার নজরুল মঞ্চে নিজেদের মধ্যে বৈঠকে বসেন কলাকুশলীরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ সিনেমা ও টিভির বহু পরিচিত মুখ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, বর্তমানে দেড় হাজারের ওপর কলাকুশলী টলিপাড়ায় কাজ করছেন। এই লড়াই তাঁদের সকলের। পরিশ্রম করলে তাঁর পারিশ্রমিক প্রাপ্য। সেটাই চাইছেন তাঁরা। মাসের পর মাস কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ রয়েছে।

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও জানান, তাঁরা কাজ বন্ধ করেননি। তাঁরা কাজ করতে রাজি। যাঁদের কল টাইম দেওয়ার কথা, তাঁরা যখনই কল টাইম দেবেন তখনই কাজ করতে স্টুডিওতে হাজির হবেন তাঁরা। সমস্যা কাজ করতে করতে মেটানো হবে। ফলে এটা পরিস্কার যে আর্টিস্টরা কাজে ফিরতে চাইছেন। তবে যে চুক্তিপত্রে সই হয়েছিল তাকে প্রযোজকদের মান্যতা দিতে হবে বলেও অনড় কলাকুশলী ও টেকনিশিয়ানরা। যদিও ওই চুক্তিপত্র ভুলে যদি সকলে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান তবে তারা বৈঠকে বসবে বলে জানিয়ে দিয়েছে প্রযোজকদের সংগঠন। এই অবস্থায় আমজনতার প্রাত্যহিক অভ্যাসে পরিণত হওয়া সিরিয়াল তার নতুন এপিসোড নিয়ে কবে ফিরবে তা এখনও পরিস্কার নয়।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts