Entertainment

সমাধানসূত্র অধরা, স্তব্ধ টলিপাড়া, সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে অনিশ্চয়তা

Published by
News Desk

প্রতিদিন সিরিয়াল দেখেন কোটি কোটি মানুষ। অপেক্ষা করে থাকেন পরের দিন কী হবে সেটা দেখার জন্য। সব কাজ ফেলে ওই সময়ে টিভির পর্দায় চোখ রাখেন। কিন্তু সেই নিত্যনতুন এপিসোড দেখাই এখন অনিশ্চয়তায়। কারণ টলিপাড়ায় শ্যুটিং ৩ দিন হল বন্ধ। ফলে নতুন এপিসোড শ্যুট হচ্ছে না। সোমবার আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ বহু অভিনেতা অভিনেত্রী। তাঁদের একটাই দাবি, যে চুক্তিতে সইসাবুদ করে আর্টিস্টদের পারিশ্রমিক দেওয়ার কথা ঠিক হয়েছিল, সেই চুক্তি মেনে পারিশ্রমিক দেওয়া চালু করুন প্রযোজকরা।

কলাকুশলীদের তরফে অভিযোগ, নিয়মিত দূরে থাক এমনও অনেকে আছেন তাঁরা ৬ মাস হয়ে গেলেও কোন পারিশ্রমিক পাননি। চেক দেওয়ার পর তা স্টপ পেমেন্ট করানো হয়েছে। দিনের পর দিন কাজের সময় বেড়েছে। ৮ ঘণ্টার শিফট ১২ ঘণ্টা পার করেছে। অনেক সময়ে তার চেয়েও বেশি। কিন্তু দৈনিক এই পরিশ্রমের পরও অভিনেতা অভিনেত্রীরা তাঁদের পারিশ্রমিকটুকু পাচ্ছেন না।

এদিন আর্টিস্ট ফোরামের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, তাঁরা চান না কাজ বন্ধ হোক। কাজ বন্ধ করা তাঁদের উদ্দেশ্য নয়। কিন্তু মন্ত্রীর উপস্থিতিতে জুলাই মাসে হওয়া সিদ্ধান্ত পর্যন্ত মানছেন না প্রযোজকরা। একটা সময় থাকে পারিশ্রমিক দেওয়ার। সেটা পর্যন্ত দেওয়া হচ্ছেনা। এদিন টেকনিশিয়ানদের তরফে অনেকে উপস্থিত ছিলেন। সকলের একটাই অনুরোধ ছিল যে প্রযোজকরা তাঁদের সঙ্গে বৈঠকে বসুন। সেখান থেকে রফা সূত্র বার করে ফের চালু হোক কাজ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts