Kolkata

মদ্যপানের প্রতিবাদ, রণক্ষেত্র এলাকা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি

Published by
News Desk

গত বুধবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ দমদমের প্রমোদনগর এলাকা। অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের মাঠে বসে মদ খাচ্ছিল কয়েকজন যুবক। অন্য কয়েকজন স্থানীয় যুবক তার প্রতিবাদ করায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রথমে স্থানীয় যুবকদের সঙ্গে মদ্যপ যুবকদের বচসা বাধে। তখনকার মত মদ্যপ যুবকরা চলেও যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার দলে ভারী হয়ে ফিরে আসে তারা। এলাকায় তাণ্ডব চালায়। ভাঙচুরের পাশাপাশি স্থানীয় মহিলাদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটাই প্রথমবার নয়, মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে থাকে এখানে।

Share
Published by
News Desk

Recent Posts