Kolkata

জলের ড্রাম থেকে উদ্ধার ৮ বছরের বালকের দেহ

Published by
News Desk

দুপুরে বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল ছেলেটা। বাড়ির সকলেই জানতেন ঋজু ঘুড়ি ওড়াচ্ছে। কিন্তু সেই ছেলের দেহ যে বিকেলে জলের ড্রাম থেকে উদ্ধার হবে তা কেউ ভাবতেও পারেননি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজের পাহাড়পুর রোডের একটি বাড়িতে। এখানেই থাকত তৃতীয় শ্রেণির ছাত্র ঋজু দাস। ৮ বছরের ছেলেটা ঘুড়ি ওড়াতে ভালবাসত। তেমনই দাবি পরিবারের।

গত শুক্রবার বিকেলে তার মা বাড়ির জলের ড্রামে সেই ঋজুকে খুঁজে পান। পুলিশের প্রাথমিক অনুমান জল নিতে গিয়ে সম্ভবত টাল সামলাতে না পেরেই ড্রামে পড়ে যায় ৮ বছরের ঋজু। তারপর আর সে নিজেকে বাঁচাতে পারেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে পরিবারে কান্না বাধ মানছে না। এমনকি প্রতিবেশিরাও কান্নায় ভেঙে পড়েছেন।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts