Kolkata

শহরে চিনা মাদক, গ্রেফতার ৫ চিনা নাগরিক

Published by
News Desk

কলকাতায় বিভিন্ন সময়ে উদ্ধার হয়েছে নানা ধরণের মাদক। ব্যক্তিগত পার্টিগুলিতে মাদকের রমরমা যে রয়েছে তা মেনে নিচ্ছে পুলিশও। ফলে তাদের কড়া নজরদারিও রয়েছে। অনেকে বিভিন্ন সময়ে শহরে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে ধরাও পড়েছে। যার মধ্যে অনেকেই আবার পড়ুয়া। গত শুক্রবার রাতে শহরে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হল ৫ চিনা নাগরিক। এদের কলকাতা স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি। তাদের সঙ্গে থাকা ব্যাগে মাদকের হদিস পায় তারা।

চিনা ওই নাগরিকদের কাছ থেকে উদ্ধার হয় অ্যামস্টেমাইন নামে এক ধরণের নিষিদ্ধ মাদক। প্রায় ২০০ কেজি ওই মাদক ধৃত ৫ জনের ব্যাগ থেকে উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। এই মাদক বিভিন্ন পার্টিতে পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল বলে মনে করছে পুলিশ। তবে ঠিক কোথায় কোথায় কীভাবে এই পার্টিড্রাগ পৌঁছে দেওয়ার কথা ছিল তা পরিস্কার নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts