Kolkata

বৃষ্টি ভেজা দুপুরে বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Published by
News Desk

এদিন দুপুর থেকেই সল্টলেকে বৃষ্টি হচ্ছিল। কখনও বেশি। কখনও কম। এরমধ্যেই তাঁদের ঘোষিত কর্মসূচি মেনে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান শুরু করেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকেরা। দাবি একটাই সম কাজে, সম বেতন। তাঁদের দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অন্য শিক্ষকেরা যে কাজ করেন, তাঁদেরও সমান কাজ করতে হয়। অথচ তাঁরা আংশিক বলে তাঁদের বেতন বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাঁরা সম কাজের জন্য সম বেতনের দাবি জানাতে থাকেন। এ দাবি তাঁদের আজকের নয়, দীর্ঘদিনের।

ছাতা মাথায় দিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁদের এদিনের বিকাশ ভবন অভিযানকে ময়ূখ ভবনের সামনেই ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। শুরু হয় ধুন্ধুমার। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষক আহত হন। তাঁদের মধ্যে ১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ কিছুক্ষণ এমন চলার পর অবশেষে পুলিশ গোটা পরিস্থিতি আয়ত্তে আনে।

Share
Published by
News Desk