Kolkata

ইকো পার্কে ঝিলে স্নান করতে নেমে মৃত এক ব্যক্তি, প্রশ্নের মুখে নিরাপত্তা

Published by
News Desk

ইকো পার্ক। ৪৮০ একর এলাকায় সুবিশাল এই বিনোদন পার্ক জুড়ে ঝিল পার্কটার মজা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ১০৪ একর জুড়ে রয়েছে ঝিলটাই। সেখানে জলের ধারে বসে থাকতে পারা যায়। প্যাডেল বোটে ঝিলে ঘোরাও যায়। কিন্তু এই ইকো পার্ক ফাঁকা হয়ে গেলে সন্ধে রাতে সেখানে নাকি স্থানীয় লোকজন পাঁচিল টপকে ঝিলে স্নান করতেন। এমনই একটি বিষয় সামনে এল এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে।

সূত্রের খবর, গত সোমবার সন্ধেবেলা পাঁচিল টপকে স্থানীয় এক ব্যক্তি বুদ্ধদেব মণ্ডল ওই ঝিলে স্নান করতে নেমেছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি না ফেরায় তাঁর পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হয়। এখানে নাকি তিনি আগেও স্নান করে আসতেন। ফলে ইকো পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানান পরিবারের লোকজন। তারপরই পার্কের ৬ নম্বর গেটের কাছে ঝিলে খোঁজ শুরু হয়। বেশ কিছুক্ষণ খোঁজ চলার পর ঝিল থেকেই উদ্ধার হয় বুদ্ধদেববাবুর দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তবে পার্কের বাইরে থেকে এভাবে পাঁচিল টপকে ঢুকে ঝিলে নেমে স্নানের ঘটনা কিন্তু পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

Share
Published by
News Desk

Recent Posts