Kolkata

ভাড়া বৃদ্ধির দাবিতে লাগাতার ধর্মঘটে নামছে বাস, মিনিবাস সংগঠন

Published by
News Desk

কর্ণাটক নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উর্ধ্বমুখী ছিল পেট্রোল, ডিজেলের দাম। যেভাবে দিনের পর দিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছিল তাতে কপালে ভাঁজ পড়ে আমজনতার। এদিকে কলকাতার রাস্তায় কিছুটা কমেও গিয়েছিল বেসরকারি বাস। বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনগুলির দাবি, যেভাবে ডিজেলের দাম বেড়েছে তাতে তাদের পক্ষে এই ভাড়ায় আর বাস চালানো সম্ভব হচ্ছে না। তাদের এও দাবি, সরকারকে ভাড়া বাড়ানো নিয়ে বারবার বলেও কোন সুরাহা হয়নি। তাই এবার সেই পুরনো রাস্তায় হেঁটে ধর্মঘট করে শহর স্তব্ধ করার সিদ্ধান্ত নিল সংগঠনগুলি।

আগামী ৭ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে লাগাতার বাস ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা। তেমনই সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস সংগঠনগুলি। আর বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় না নামা মানে কার্যত শহর বন্‌ধের চেহারা নেওয়া। স্তব্ধ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা। কারণ সরকারি বাস নামলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমজনতার প্রয়োজন মেটাতে সরকারি বাস দিয়ে কলকাতার পরিবহণ ব্যবস্থা যে চলবে না সেকথা সব শহরবাসীর জানা। ফলে এই খবর রীতিমত চিন্তায় ফেলেছে শহরের আম নাগরিকদের।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts