Kolkata

ফের গৃহবধূর রহস্যমৃত্যু, শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল

Published by
News Desk

বাঁশদ্রোণীতে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। গত বছরের জানুয়ারি মাসেই নতুন একরাশ স্বপ্ন নিয়ে বাঁশদ্রোণীর মৃগাঙ্ক রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা পায়েল চক্রবর্তী। আর সেই ঝলমলে বিয়ের একবছর পার হতেই গৃহবধূর নিথর দেহ বার হল শ্বশুরবাড়ি থেকে।

মৃতার পরিবারের দাবি, বিয়ের প্রথম কদিন ঠিকঠাক কাটলেও, তারপর থেকেই তাঁদের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে তাঁর স্বামী থেকে শ্বশুরবাড়ির অন্যরা। মারধরও করা হত। গত বৃহস্পতিবার জামাই মৃগাঙ্ক রায় ফোনে প্রথমে জানায় যে মেয়ে অসুস্থ। পরে জানায় পায়েল মারা গেছেন। পায়েলের বাপের বাড়ির অভিযোগ, মৃতার স্বামী, ভাসুর সহ শ্বশুরবাড়ির অন্যরাই তাঁদের মেয়েকে হত্যা করেছে। এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তাঁরা। পুলিশ তদন্তে নেমে মৃতার স্বামীকে আটক করেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts