Categories: Kolkata

কংগ্রেস সখ্যতাকে আরও দৃঢ় করতে মরিয়া বামফ্রন্ট

Published by
News Desk

মানুষের জোটকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে জন্ম নেওয়া কংগ্রেস সখ্যতাকে সুদূরপ্রসারি চেহারা দিতে মরিয়া বামফ্রন্ট। এদিন বামফ্রন্টের বৈঠকের শেষে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যা বললেন তা থেকে এমন ইঙ্গিত স্পষ্ট। বৈঠকে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিমানবাবু। তাঁর দাবি, এই বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে আগামী দিনে এইউসিআই বা সিপিআইএমএলের মত দলগুলিকেও আমন্ত্রণ জানানো হতে পারে। আর কংগ্রেস? কংগ্রেস নিয়ে বামফ্রন্টের ভাবনা চিন্তা সুদূরপ্রসারি। বামেদের ধর্মতলার অবস্থানে কংগ্রেসের যোগ দেওয়া বা রাজ্যপালের কাছে বামফ্রন্টের পাশে থেকে কংগ্রেসের প্রতিনিধি দলের যাওয়াকে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে মরিয়া বামফ্রন্ট। আগামী দিনে কংগ্রেসকে যে তাদের সব কর্মসূচিতেই আমন্ত্রণ জানানো হবে তা এদিন পরিস্কার করে দিয়েছেন বিমান বসু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে আগামী দিনে জেলায় জেলায় বামফ্রন্টের কর্মসূচিতেও কংগ্রেসকে তাঁরা পাশে চাইছেন বলেও স্পষ্ট জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

Share
Published by
News Desk

Recent Posts