প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ২০১ রুটের একটি বাস প্রণয়বাবুর বাইকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রণয়বাবুর মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালক পলাতক। এদিকে দুর্ঘটনার জেরে দিনের ব্যস্ত সময়ে অফিসযাত্রীরা সমস্যায় পড়েন।