Kolkata

ঝড়ের রাতে ফ্ল্যাটে আগুন, প্রৌঢ়ের রহস্যমৃত্যু

Published by
News Desk

ঝড়ের রাতে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে মর্মান্তিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম স্বপন ভট্টাচার্য। বালিগঞ্জ সার্কুলার রোডের পাঁচতলার আবাসনে একাই থাকতেন বছর পঞ্চাশের প্রৌঢ়। গত মঙ্গলবার সন্ধেয় শহরের বুকে তাণ্ডব চালায় কালবৈশাখী। সেইসময় হঠাৎ আগুন লেগে যায় প্রৌঢ়ের আবাসনে। মৃতের প্রতিবেশিদের দাবি, ঝোড়ো হাওয়ার তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ডি ব্লকের ফ্ল্যাটটিতে। বিধ্বংসী আগুনে কয়েক মিনিটের মধ্যে ভস্মীভূত হয়ে যায় স্বপনবাবুর ফ্ল্যাট।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ফ্ল্যাটের ভিতর থেকে পুড়ে কালো হয়ে যাওয়া প্রৌঢ়ের শরীর উদ্ধার করেন তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের ফ্ল্যাটে কীভাবে আগুন লাগল তার কারণ স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News